পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় চালবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় জগবন্ধু রায় নামে এক ভারতীয় ট্রাক চালক অগ্নিদগ্ধ হয়েছেন। রোববার দুপুরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের ভেতরে ইয়ার্ডের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই জগবন্ধু রায় নামে ওই ভারতীর চালককে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর বাড়ি ভারতের দার্জিলিং জেলার ঢুপগুড়ি এলাকায়।
বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায়, ৩৪ মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় ওই ট্রাকটি আনলোডের অপেক্ষায় স্থলবন্দরে আটকে ছিল। তীব্র তাপ দাহে দুপুরে ওই ট্রাকের ইঞ্জিনের ভেতরে কেরোসিনের গ্যাস স্টোভে রান্না করার জন্য দিয়াশলাইয়ের (ম্যাচের) কাঠিতে আগুন জানাচ্ছিলেন একজন। এ সময় দিয়াশলাইয়ের কাঠি ভেঙে নিচে পড়ে যায় এবং ট্রাকের কেবিনে ভেতরে আগুন লাগে। আকস্মিক ভাবে ট্রাকের আগুন লাগায় ট্রাকের ভেতরে থাকা ট্রাক চালক জগবন্ধু রায় অগ্নিদগ্ধ হয়। ট্রাকের ইঞ্জিন ভস্মীভূত ও ট্রাকের ওপরে থাকা চালের বস্তায় আগুন লাগে। আগুনে প্রায় ২০ বস্তা চালের আংশিক পুড়ে যায়। এ সময় ট্রাকের ইঞ্জিনের ভেতরে থেকে কোনো রকম ভাবে ট্রাকের চালককে পার্শ্ববর্তী চালকেরা উদ্ধার করেন এবং তাৎক্ষণিক ভাবে তাঁকে ভারতে পাঠিয়ে দেন। পরে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
এ বিষয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুল্লাহ জানান, কেরোসিন স্টোভে ভাত রান্না করার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানান তিনি।
এ বিষয়ে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ট্রাকের চালকের থাকা ক্যাবিনে শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পর স্থানীয়দের সহযোগিতায় সময়মতো মালগুলো আনলোড করা হয়েছে। বন্দরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তেমনভাবে না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।