হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’, লেখা ওসির পোস্টটি পাওয়া যাচ্ছে না

ঠাকুরগাঁও প্রতিনিধি

পাওয়া যাচ্ছে না ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’। ছবি: সংগৃহীত

‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।

এ দিন সকালে নিজের ফেসবুক আইডি থেকে এই স্ট্যাটাস দেন ওই পুলিশ কর্মকর্তা। মুহূর্তের মধ্যে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে রহস্যজনক পোস্ট বলেও মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে ওসি লেখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানা থেকে ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়। তিনি ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানার দায়িত্ব নিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় কয়েকজন সাংবাদিক সদর থানার ওসির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও মামলা পরিচালনায় গাফিলতির অভিযোগ তোলেন। বিষয়টি তিনি

গুরুত্বের সঙ্গে নিয়ে তা তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড