হোম > সারা দেশ > রংপুর

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, আওয়ামী লীগ কর্মী আটক

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

হিমাংশু বর্মণ হৃদয়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় ফেসবুকে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী হিমাংশু বর্মণ হৃদয়কে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) দুপুরে পীরগাছা বাজারে তাঁর দোকান থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। আজ সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চলার খবর জানা গেছে।

জানা গেছে, হিমাংশু পীরগাছা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। বছরখানেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। সম্প্রতি হিমাংশুর ব্যবসাপ্রতিষ্ঠান ‘কমলিনী জুয়েলার্স’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। এসব পোস্ট কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকে ফেসবুকে বিভিন্নজন তাঁর পোস্টগুলোর স্ক্রিনশট শেয়ার করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। এরই মধ্যে আজ শুক্রবার দুপুরে পীরগাছা থানা-পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, হিমাংশুর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণা, উসকে দেওয়া এবং জনগণের ভেতরে ক্ষোভ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হবে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ