হোম > সারা দেশ > রংপুর

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, আওয়ামী লীগ কর্মী আটক

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

হিমাংশু বর্মণ হৃদয়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় ফেসবুকে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী হিমাংশু বর্মণ হৃদয়কে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) দুপুরে পীরগাছা বাজারে তাঁর দোকান থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। আজ সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চলার খবর জানা গেছে।

জানা গেছে, হিমাংশু পীরগাছা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। বছরখানেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। সম্প্রতি হিমাংশুর ব্যবসাপ্রতিষ্ঠান ‘কমলিনী জুয়েলার্স’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। এসব পোস্ট কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকে ফেসবুকে বিভিন্নজন তাঁর পোস্টগুলোর স্ক্রিনশট শেয়ার করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। এরই মধ্যে আজ শুক্রবার দুপুরে পীরগাছা থানা-পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, হিমাংশুর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণা, উসকে দেওয়া এবং জনগণের ভেতরে ক্ষোভ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হবে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু