হোম > সারা দেশ > রংপুর

বিএসএফের গুলিতে নিহতদের মরদেহ ৫ দিনেও ফেরত পায়নি পরিবার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন দুই বাংলাদেশি। তাঁদের মরদেহ পাঁচ দিনেও ফেরত পায়নি তাঁদের পরিবার। গতকাল সোমবার মরদেহ ফেরত পেতে এলাকায় মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকাবাসী।

এদিকে হত্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের মালগাড়া গ্রামটিতে। ওই গ্রামের কৃষকেরা সীমান্তসংলগ্ন তাঁদের খেতের পাকা ধান কেটে আনতে পারছেন না। ফলে খেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন। 

নিহত আসাদুজ্জামন ভাসানীর মা মর্জিনা বেগম ও ইদ্রিস আলীর ভাই একরামুল হক স্বজনদের মরদেহ ফেরত পেতে ও ধর্মীয় রীতিতে দাফন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিজিবির প্রতি অনুরোধ করেন। তাঁরা বলেন, ‘আমরা এরই মধ্যে  এলাকায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। তবে স্থানীয় বিজিবি ক্যাম্পে আবেদন দিতে চাইলে তারা নেয়নি।’ 

ওই ইউনিয়নের মালগাড়া গ্রামের কৃষক আব্দুল গফুর আকন্দ, মোকলেসুর রহমানসহ কয়েকজন বলেন, ঘটনার পর থেকে সীমান্তের মালগাড়া গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সীমান্তের নোম্যান্স ল্যান্ডের নিজের অথবা বর্গা নিয়ে জমি চাষ করেন। কিছু জমি দুই দেশের কৃষক যৌথভাবেই চাষাবাদ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তের কৃষকেরা এসব জমিতে যেতে ও জমির পাকা ধান কাটতে ভয় পাচ্ছেন। 

এ বিষয়ে জানতে লালমনিরহাট ১৫ রাইফেল ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ও স্থানীয় বুড়িরহাট ক্যাম্পে মোবাইলে ফোন দিলে কেউ ফোন ধরেনি। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, সীমান্তে আইনশৃঙ্খলা বিজিবি দেখে। সহায়তা চাইলে পুলিশ সহায়তা করে থাকে। 

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) নিহত হন। তাঁদের মরদেহ বিএসএফ ঘটনাস্থল থেকে নিয়ে যায়। 

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার