হোম > সারা দেশ > রংপুর

হৃদ্‌রোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রীকে হেলিকপ্টারে করে আনা হলো ঢাকায়

রংপুর প্রতিনিধি

হৃদ্‌রোগে আক্রান্ত লালমনিরহাট-২ আসনের সাংসদ সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। আজ রোববার বেলা ২টার দিকে মন্ত্রীর ছেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মন্ত্রীকে গতকাল শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

মন্ত্রীর পরিবার ও রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জে গ্রামের বাড়িতে অবস্থানকালীন সমাজকল্যাণমন্ত্রী বুকে ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাঁকে রমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। আজ বেলা সোয়া ১টার দিকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হয়।

সমাজকল্যাণমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদ বলেন, ‘ঢাকা থেকে আসার পর থেকেই তিনি (মন্ত্রী) ঈদ উদ্‌যাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলেন। কয়েক দিন ধরে ঠিকমতো বিশ্রাম নেওয়া হয়নি। শনিবার রাতেও আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকায় একটি ঈদ আড্ডায় যোগ দেন। অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। রাত আড়াইটার দিকে তাঁকে রমেক হাসপাতালে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দুপুরে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।’

রমেক হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের প্রধান অধ্যাপক শাকিল গফুরের তত্ত্বাবধানে সমাজকল্যাণমন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অধ্যাপক শাকিল গফুর বলেন, ‘মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই।’

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল রায় বলেন, ‘মন্ত্রী মহোদয় দীর্ঘ দিন ধরে হৃদ্‌রোগের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তাঁর উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। তাঁকে হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন। মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পারিবারিক সিদ্ধান্তে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

এদিকে আজ দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেন, ‘ঈদ উদ্‌যাপনের জন্য গত ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটে গ্রামের বাড়িতে আসেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন প্রোগ্রামে ছিলেন। বয়স্ক মানুষ, গরমে হয়তো এমনটা হয়েছে।’

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা