হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ, দুজন কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীড়ডাঙ্গা এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ রোববার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৯টার দিকে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে গ্রামবাসী দেখতে পান অন্তত ১০ থেকে ১২টি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা কবরস্থানের আশপাশে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান। পরে ধাওয়া দিয়ে মো. আজিজুল ইসলাম (৩২) ও মোছা. রিনা বেগম (৩৫) নামের দুজনকে আটক করেন।

আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজনের সঙ্গে মিলে তাঁরা দীর্ঘদিন ধরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে আসছিলেন। ওই দিনও তাঁরা একই উদ্দেশ্যে কবরস্থানে যান।

এ ঘটনায় স্থানীয় মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, ‘আমার চাচাসহ আত্মীয়স্বজনের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এমন জঘন্য ঘটনা ভাবতেই গা শিউরে ওঠে।’

ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আটক দুই আসামিকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত করে ধরতে অভিযান চলছে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামসুল হক জানিয়েছেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে আদালতে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ