হোম > সারা দেশ > রংপুর

ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলায় পানি বাড়ার পূর্বাভাস

কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রহ্মপুত্র। ফাইল ছবি

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়তে পারে। আগামী তিন থেকে চার দিন এসব নদ-নদীতে পানি বাড়া অব্যাহত থাকতে পারে। একই সময়ে তিস্তার পানি কমতে শুরু করবে। আজ শনিবার (১৭ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে এই তথ্য জানান।

গতকাল শুক্রবার (১৬ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন পানি বাড়া অব্যাহত থাকতে পারে। তবে তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন এসব নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। দুই থেকে তিন দিন এসব নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। ফলে এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।

মো. রাকিবুল হাসান বলেন, ‘উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলায়ও পানি বাড়তে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা কম।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার