হোম > সারা দেশ > রংপুর

ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলায় পানি বাড়ার পূর্বাভাস

কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রহ্মপুত্র। ফাইল ছবি

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়তে পারে। আগামী তিন থেকে চার দিন এসব নদ-নদীতে পানি বাড়া অব্যাহত থাকতে পারে। একই সময়ে তিস্তার পানি কমতে শুরু করবে। আজ শনিবার (১৭ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে এই তথ্য জানান।

গতকাল শুক্রবার (১৬ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন পানি বাড়া অব্যাহত থাকতে পারে। তবে তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন এসব নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। দুই থেকে তিন দিন এসব নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। ফলে এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম।

মো. রাকিবুল হাসান বলেন, ‘উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলায়ও পানি বাড়তে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা কম।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড