হোম > সারা দেশ > পঞ্চগড়

কাদিয়ানিদের ওপর হামলা: পুলিশের মামলায় হতাশ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। 

পঞ্চগড়ের বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে সাদ্দামের বাড়ির সেমিপাকা ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তও করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

জানা গেছে, গত মার্চে আহমদিয়া মুসলিম জামাতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুটি মামলার আসামি হন সাদ্দাম। এরপর গ্রেপ্তার এড়াতে ঢাকায় আত্মগোপনে থাকেন তিনি। বাড়িতে এলেও গ্রেপ্তার আতঙ্কে থাকতেন। কাদিয়ানিদের ঘটনা নিয়ে মামলায় তিনি জামিনও পাননি। গত কয়েক দিন ধরে তাঁর চলাফেরা অস্বাভাবিক ছিল, সঙ্গে হতাশও ছিলেন সাদ্দাম। 

তার বাবা আনোয়ারুল ইসলাম আফসোস করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কষ্ট একটাই। আমার ছেলে মামলার আসামি হওয়ার পর হতাশায় “আত্মহত্যা” করল।’ 

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কনক কুমার দাস বলেন, ‘আমার মনে হচ্ছে এটি একটি সাধারণ আত্মহত্যা। তিনি অভিযুক্ত হলেও দোষী নন। বিচারে তিনি খালাসও পেতে পারেন। আসলে মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে। হতাশা থেকেই এই আত্মহত্যা হতে পারে। আমরা এ বিষয়ে কাজ করছি।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ