হোম > সারা দেশ > রংপুর

ভাঙা ভবনে ডিজিটাল সেবা

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

মাথার ওপর জরাজীর্ণ ভবন। ফাটল ধরেছে চারপাশে। ভবনের পলেস্তারা খসে বেরিয়ে পড়া রডগুলোও নষ্ট হয়ে গেছে অনেক আগেই। প্রতিদিনেই খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। তবুও এ ভবনটির দিকে খেয়াল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করছেন ওই ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহকদের মাঝেও রয়েছে আতঙ্ক।

পীরগাছা উপজেলা সদরের ডাকঘরের চিত্র এটি। ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক আবেদন করেও কোনো কাজ হয়নি। হয়তো হবে একদিন, যখন ভবন ধসে ঘটবে প্রাণহানি!

সরেজমিনে পীরগাছা ডাকঘরে দেখা গেছে, ১৯৮০ সালে নির্মাণ করা পাঁচ কক্ষবিশিষ্ট এই পাকা ভবনটি একেবারেই জরাজীর্ণ ও নাজুক। ২০০১ সালে ভবনটি একবার সংস্কার করা হলেও ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে ১৬ বছর আগে। ফলে ভবনের রডগুলো বের হয়ে তাতে মরিচা ধরেছে। প্রায় হাজারখানেক স্থানের পলেস্তারা খসে পড়েছে। এখনো প্রতিদিন খসে পড়ছে। ভবনের মেঝের ঢালাই উঠে গিয়ে দেবে গেছে মেঝে। ভেতরে থাকা বৈদেশিক ই-মোবাইলে টাকা লেনদেনের জন্য কম্পিউটারটিও ঢেকে রাখা হয়েছে। ভবনের এক পাশে পোস্টমাস্টারের জন্য আবাসিক ভবনেরও একই অবস্থা।

জানা যায়, প্রতিদিন ডাকঘরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মৃত্যুর আতঙ্কে থাকতে হয়।

ডাকঘরে সেবা নিতে আসা নাসরিন নাহার ক্ষোভের সঙ্গে জানান, এই ভগ্নদশার ভবন সংস্কারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এ যেন ভাঙা ভবনে ডিজিটাল সেবাদানের নিত্যদিনের চিত্র। ডাকঘরে আসা গ্রাহক আলমগীর মিয়া বলেন, ‘এই ডাকঘর যেন এক মৃত্যুর ফাঁদ। এখানে এলেই ভেঙে পড়ার আতঙ্কে থাকি। তাই জলদি কাজ সেরে যেতে হয়।’

ডাকঘরে কর্মরত রানার আলী আকবার বলেন, ‘মাথার ওপর জরাজীর্ণ ভবন। কখন পলেস্তারা খসে পড়ে—এ আতঙ্ক নিয়ে কাজ করছি। এর আগে পলেস্তারা খসে পড়ে বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন।’

পীরগাছা ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার হালিম বাদশা বলেন, `সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ভবনের কার্যক্রম সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। তবে শুনেছি দ্রুত কাজ শুরু হবে। কবে হবে! কেউ জানেন না! আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি।'

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার