হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

‘ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে’ দেহ থেকে বিচ্ছিন্ন নারী শ্রমিকের মাথা

ঠাকুরগাঁও প্রতিনিধি

খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল মাটিতে। আর তাতে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন এক নারী শ্রমিক। এ সময় ওই নারীর গলা দগ্ধ হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী থানার মাদারগঞ্জ বোর্ডস্কুল এলাকায়। 

নিহত ওই নারী হলেন মাদারগঞ্জ বোর্ডস্কুল এলাকার রবিউল ইসলামের স্ত্রী গোলাপী বেগম (৪২)। তিনি পাশের এলাকা বারোমাড়ার একটি পাটকলে নারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, ‘এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নারীর স্বজনদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আতিকুর জানান, ‘পাটকলে রাতের ডিউটি শেষে সকাল ৯টার দিকে বাড়ি ফিরছিলেন গোলাপি ও তাঁর এক নারী সহকর্মী। বাড়ির কাছাকাছি পৌঁছালে ধানখেতের আইলের ওপর বৈদ্যুতিক খুঁটির ছিঁড়ে পড়া তার গোলাপির গলায় জড়িয়ে যায়। এতে দগ্ধ হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহতের সহকর্মী আরেক নারী সুস্থ আছেন।’ 

এ দিকে গোলাপির মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁরা বলেন, ‘পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর আগেও অকেজো কাঠের বিদ্যুতের খুঁটির ছিঁড়ে যাওয়া তারে কয়েকটি গরু মারা গেছে। ওই সময় ব্যবস্থা নেওয়া হলে আজ এই দুর্ঘটনা ঘটত না।’ 

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ‘এর আগে বোর্ডস্কুল এলাকার কেউ অভিযোগ দেননি। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের পরিবারকে মানবিক দৃষ্টিতে সহযোগিতা করা হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড