হোম > সারা দেশ > রংপুর

পানি না পেয়ে আত্মহত্যা, প্ররোচনাকারী অপারেটরের গ্রেপ্তার দাবি

রংপুর প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে বিষপানে আদিবাসী দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর সদর উপজেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, বোরো চাষাবাদে গভীর নলকূপের না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে গত ২৩ মার্চ আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ অজ্ঞাত কারণে আত্মহত্যার প্ররোচনা দেওয়া পাম্প অপারেটর আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেনি। বরং ঘটনার পর থেকে আসামি পুলিশের সামনে চলাফেরা করলেও তাঁকে গ্রেপ্তার না করে উল্টো আত্মগোপনে যেতে সহায়তা করেছে। 

বক্তারা আরও বলেন, আদিবাসী কৃষকদেরকে চাষাবাদের জন্য গভীর নলকূপের পানি ঠিকমতো সরবরাহ করা হয় না। ফসল উৎপাদনে পানি না পাওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন সেখানকার কৃষকেরা। পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষকদের অনেককে চাষাবাদ ছেড়ে দিয়ে জমি বিক্রি করাতে বাধ্য করা হয়েছে। ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অপারেটর সাখাওয়াতের কাছে ১২ দিন ধরে ঘুরছিলেন কৃষক অভিনাথ ও রবি। কিন্তু তাদের সেচের পানির দেওয়া হয়নি। পানি শূন্য ফসলি জমি বিবর্ণ হতে থাকে। সবশেষ ২৩ মার্চ আবারও পাম্প অপারেটরের কাছে সেচের পানির জন্য যান তারা। কিন্তু পানির ব্যবস্থা না করে দেওয়ায় রাগে-ক্ষোভে বিষপান করেন অভিনাথ মার্ডি (৩০) ও তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২। এ ঘটনার জন্য পাম্প অপারেটর সাখাওয়াত হোসেনকে দায়ী করেন বক্তারা। অবিলম্বের তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অশোক সরকার, রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলাল সিং, সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক তুলিপ এক্কা, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মণিলাল দাস প্রমুখ। 

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ