হোম > সারা দেশ > নীলফামারী

নিম্ন তাপমাত্রা: নীলফামারীর মাধ্যমিক বিদ্যালয় বন্ধ আরও ২ দিন, আজ বন্ধ প্রাথমিক

নীলফামারী প্রতিনিধি

শীতের তীব্রতা বাড়ায় নীলফামারীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত ২২ ও ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে আজ বুধবার ভোর ৬টায় নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুই সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দেশের বিভিন্ন জেলার মতো নীলফামারীতে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজ বুধবার নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী দুই দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। এ কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপরিচালক মহোদয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ২৪ ও ২৫ জানুয়ারি নীলফামারীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সব বিদ্যালয় কর্তৃপক্ষকে ছুটির কথা জানানো হয়েছে।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় আজ বুধবার জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুই সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত