গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার নামক স্থানে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস ও রংপুর থেকে ঢাকাগামী যাত্রী ভর্তি ট্রাকের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ছাদের ওপর থাকা তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় ট্রাকের আরও কমপক্ষে ৩৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।