হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই বছরের মেয়েসহ এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর তিন বছরের ছেলেও আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের দর্জিটারী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা হলেন উপজেলার ধবলসুতি রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার, মেয়ে তাসমিরা তাবাসুম তাসিম ও ছেলে তৌহিদ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি দর্জিটারী এলাকার স্টেশন পার হচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ সুমি ও তাঁর মেয়ে শিশুসন্তান তাসিম ঘটনাস্থলে নিহত হন। এ সময় সঙ্গে থাকা ছেলে তৌহিদ আহত হয়। তাকে গুরুতর অবস্থায় পাটগ্রাম দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ নিয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা