হোম > সারা দেশ > রংপুর

ভাতিজাদের সালামি দেওয়ায় স্বামীকে দায়ের কোপ, স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজাদের ঈদের সালামি দেওয়ায় স্ত্রীর দায়ের কোপে তাইজুল ইসলাম (৩২) নামের এক যুবক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার ঈদের দিন উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকার এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তাঁর ভাতিজাদের ২০ টাকা করে ঈদের সালামি দেন। এ সময় তাঁর স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা করে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাশেদা দা দিয়ে তাঁর স্বামীকে কোপ দেন। তাতে তাইজুল পিঠে আঘাত পান।

স্থানীয় লোকজন তাইজুলকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে এ ঘটনায় তাইজুল বাদী হয়ে স্বজনদের মাধ্যমে হাতীবান্ধা থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে তাইজুলের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘আমার স্বামী আমাকে দা নিয়ে আঘাত করার চেষ্টা করলে আমি বাধা দিই। এতে তাঁর পিঠে দায়ের আঘাত লাগে।’

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু