হোম > সারা দেশ > রংপুর

রংপুরে আ.লীগের ৫ নেতা কারাগারে

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার নগরী বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহানগর ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান জনি (৩৫), মহানগর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজু (৪৭), মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিরাজ আশরাফুল আলম (৫৫), মহানগর আওয়ামী লীগের সদস্য সাদরুল হাসান রাজু (৫৫) ও মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক মো. সোহাগ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, রংপুরে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে ১৪টি বিশেষ অভিযান চালানো হয়। এ ছাড়া একটি যৌথ টহল ও ২৬টি পুলিশি টহল ছিল। অভিযান বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সারা দেশের মতো রংপুরেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের প্রত্যেকের নামে নগরীর কোতোয়ালি থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা প্রত্যেকে এজাহারভুক্ত আসামি।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ