হোম > সারা দেশ > রংপুর

রংপুরে আ.লীগের ৫ নেতা কারাগারে

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার নগরী বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহানগর ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান জনি (৩৫), মহানগর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজু (৪৭), মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিরাজ আশরাফুল আলম (৫৫), মহানগর আওয়ামী লীগের সদস্য সাদরুল হাসান রাজু (৫৫) ও মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক মো. সোহাগ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, রংপুরে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে ১৪টি বিশেষ অভিযান চালানো হয়। এ ছাড়া একটি যৌথ টহল ও ২৬টি পুলিশি টহল ছিল। অভিযান বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সারা দেশের মতো রংপুরেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের প্রত্যেকের নামে নগরীর কোতোয়ালি থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা প্রত্যেকে এজাহারভুক্ত আসামি।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ