হোম > সারা দেশ > দিনাজপুর

টানা ৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১টা থেকে কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে আজ দুপুর পৌনে ১টা থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। তবে ছুটির রেশ পুরোপুরি না কাটায় বন্দরটি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আজ ছুটি শেষ হওয়ায় দুপুর পৌনে ১টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। ভারতের অভ্যন্তরে আমদানি-রপ্তানির প্রধান সড়কগুলোতে প্রতিমা প্যান্ডেল ও আলোকসজ্জা করার কারণে এবং আমদানি-রপ্তানির বিকল্প সড়ক না থাকায় ভারতীয় ব্যবসায়ীরা আট দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন। তাই আট দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ ছুটি শেষ হওয়ায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন