হোম > সারা দেশ > দিনাজপুর

বনের গাছ কেটে চাষাবাদের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

গ্রেপ্তার কামরুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের সৃজিত গাছ কেটে জমি দখলের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান (৩৮) উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (মোহাম্মদপুর) এলাকার মৃত কুরশা মন্ডলের ছেলে।

মামলা এজাহারে জানা গেছে, গত ২০২০-২১ অর্থ বছরে ২ দশমিক ৫০ একর জমিতে আকাশমণি গাছের চারা রোপণ করা হয়। গত ১৬ অক্টোবর রাতের আঁধারে আসামিদের প্ররোচনায় সৃজিত গাছ কেটে জমি দখল নেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গতকাল হরিপুর বিট কর্মকর্তা মো. শামসুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, হরিপুর বিট অফিসের লাগানো গাছ কেটে জমি নিজেদের দখল নেওয়ায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড