হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকায় আজ রোববার সড়ক দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম তারেক মাহমুদ উৎস (২৩)। তিনি রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার নুরুজ্জামান বকুলের ছেলে।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হন।

পুলিশ ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন দুই যুবক। তাঁরা খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে দিনাজপুরগামী একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী তারেক মাহমুদ উৎস। গুরুতর আহত অপর আরোহীকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, খিয়ারজুম্মা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের