হোম > সারা দেশ > রংপুর

৩ বছরের সাজা এড়াতে ভিক্ষুকের বেশে ৮ বছর

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে ছিলেন চুরির মামলার এক আসামি। অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ সোমবার ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) রুহুল আমীন।

গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন চাঁন মিয়া (৫৩)। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার লতিফ মিয়ার ছেলে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা হয়। মামলার পর গত ২০১৫ সালে আদালত ওই মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখাঁ এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা দেন। এরপর থেকে সাজার ভয়ে তিনি দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।

এদিকে দীর্ঘদিন ধরে উলিপুর থানা-পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে গতকাল রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন। উলিপুর থানা-পুলিশ চৌকস তদন্তে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত