হোম > সারা দেশ > রংপুর

বাস ব্যবসা দখল রাঁঙ্গার অভিযোগ ব্যবসায়ীর

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে বাস ব্যবসা দখলের অভিযোগ করেছেন এক পরিবহন ব্যবসায়ী।

গতকাল শনিবার রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হারাগাছের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী ফজল এ খোদা বাপ্পী।

বাপ্পী জানান, তিনি ২০০১ সালে তৎকালীন রংপুর জেলা মোটর মালিক সমিতির সড়কবিষয়ক সহসম্পাদক মোত্তালেব হোসেন বাদলকে সঙ্গে নিয়ে পরিবহন ব্যবসা শুরু করেন। নাম রাখেন সৌকত পরিবহন। কিন্তু মোত্তালেব ২০০৬ সালে রংপুর জেলা মোটর মালিক সমিতির সেক্রেটারি রাঙ্গাঁর ভগ্নিপতি হাফিজুল ইসলাম দুলুকে নিয়ে একই নামে গাড়ি নামাতে চাইলে বিরোধ দেখা দেয়। রাঙ্গাঁ

২০০৯ সালে প্রতিমন্ত্রী হলে তাঁর নির্দেশে বাপ্পীর গাড়িগুলো আটক এবং ব্যবসা দখল করে নেওয়া হয়। পরে তাঁকে হত্যার পরিকল্পনা করা হলে তিনি ঢাকায় আত্মগোপনে থাকেন দীর্ঘ ১৫ বছর।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গার ভগ্নিপতি হাফিজুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ব্যানারে গাড়ি চালাচ্ছি। বাপ্পীর ব্যানার জবরদখল করি নাই। সে মিথ্যা প্রচার চালাচ্ছে।’ অন্যদিকে মোত্তালেব বলেন, ‘বাপ্পীর অভিযোগ

পুরোপুরি মিথ্যা। সে আমাদের হেয় করার জন্য বিভিন্ন খানে গিয়ে অপচেষ্টা চালাচ্ছে।’

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন