হোম > সারা দেশ > রংপুর

রসিকে বেতন-বোনাসের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে কর্মচারীদের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নগর ভবনের ক্ষুব্ধ কর্মচারীরা প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন। এ সময় অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা।

রসিক সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় এক হাজারের মতো চুক্তিভিত্তিক কর্মচারী কর্মরত রয়েছেন।

কর্মচারীরা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ তারিখের আগে বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও সিটি করপোরেশনের প্রশাসক এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ কারণে সকাল থেকে সব ধরনের সেবা বন্ধ করে নগর ভবনে বিক্ষোভ করেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

সরেজমিন দেখা যায়, কর্মচারীদের আন্দোলনের কারণে সিটি করপোরেশনের শিশুদের টিকা, নাগরিকত্ব সনদ দেওয়াসহ সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। এতে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবা প্রার্থীদের।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, ডেইলি বেসিস কর্মচারীদের মেয়র তাঁর ক্ষমতা বলে বোনাস দিয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী তাঁরা বোনাস পান না। তারপরও তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড