হোম > সারা দেশ > রংপুর

রসিকে বেতন-বোনাসের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে কর্মচারীদের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নগর ভবনের ক্ষুব্ধ কর্মচারীরা প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন। এ সময় অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা।

রসিক সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় এক হাজারের মতো চুক্তিভিত্তিক কর্মচারী কর্মরত রয়েছেন।

কর্মচারীরা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ তারিখের আগে বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও সিটি করপোরেশনের প্রশাসক এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ কারণে সকাল থেকে সব ধরনের সেবা বন্ধ করে নগর ভবনে বিক্ষোভ করেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

সরেজমিন দেখা যায়, কর্মচারীদের আন্দোলনের কারণে সিটি করপোরেশনের শিশুদের টিকা, নাগরিকত্ব সনদ দেওয়াসহ সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। এতে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবা প্রার্থীদের।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, ডেইলি বেসিস কর্মচারীদের মেয়র তাঁর ক্ষমতা বলে বোনাস দিয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী তাঁরা বোনাস পান না। তারপরও তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার