হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

প্রতিবেশীর মেয়ের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্কের অভিযোগে নারীকে পিটিয়ে চুল কর্তন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও এক নারীর (২৩) ওপর পাশবিক নির্যাতনের পর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে এলাকার ৭/৮ আটজন নারী-পুরুষ এ নির্যাতন করেছেন। এ ঘটনায় একজনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

আজ রোববার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর একরামুদ দৌলা জানান, শনিবার রাতে আটককৃত ওই ব্যক্তিসহ আরও ৭/৮ আটজন নারী-পুরুষ ভুক্তভোগীকে বাসায় ডেকে নেন। তাঁকে বিবস্ত্র করে নির্যাতন করেন তাঁরা। এরপর তাঁর চুল কেটে দেন অভিযুক্তরা। ওই গৃহবধূ তাঁর চুল না কাটার জন্য অনেক আকুতি-মিনতি করেন।

গ্রেপ্তার ব্যক্তি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, তাঁর মেয়ের (২২) সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। এ জন্য তিনি মেয়ের বিয়ে দিতে পারছেন না। তিনি তাঁকে ডেকে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তিনি (ভুক্তভোগী) সব অস্বীকার করে উল্টো তাঁর ওপরে রাগ দেখান। তাই তাঁর মেয়ে আর আরেক প্রতিবেশী রেগে গিয়ে এ কাজ করেছেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে নির্যাতনের শিকার ওই নারী বলেন, আমি কোনো দোষ করিনি। আমাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে, আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিল তারা। 

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় এটি মামলা করেছেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ