হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় বিদেশি পিস্তল গুলিসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ সোমবার উপজেলার ভেণ্টিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক যুবকের নাম তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩), পেশায় বাস চালক। তিনি সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা গ্রামের বাসিন্দা। 

আজ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ভেণ্টিয়াপাড়া গ্রামে বেশ কিছুদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এর প্রেক্ষিতে র‍্যাব-১৩ নীলফামারী ক্যাম্প গোয়েন্দা নজরদারি বাড়ায়। আজ (সোমবার) দুপুরে সেখানে অস্ত্র বেচা কেনার উদ্দেশ্যেই কতিপয় ব্যক্তির অবস্থানের খবর পাওয়া যায়। 

এমন সংবাদে ওই স্থানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটনকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বিদেশি (চায়না) পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।’ 

কমান্ডার আরাফাত ইসলাম আরও বলেন, ‘তরিকুল ইসলাম বাস চালানোর পাশাপাশি অস্ত্র বেচাকেনা এবং ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই, বিভিন্ন নাশকতার কাজে ভাড়া এবং নিজে ব্যবহার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডিমলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত