হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মৃদু শৈত্যপ্রবাহের কবলে চিলমারী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলাবাসী। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, তীব্র শীতের কারণে সকাল সকাল কাজে যোগ দিতে পারছেন না খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তাঁরা। অন্যদিকে, তীব্র শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। 

এ বিষয়ে থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার রিকশাচালক লোকমান আলী (৪০) বলেন, ‘ঠান্ডার কারণে দুই দিন থাকি রিকশায় মানুষ কম উঠছে। আগে কামাই (রোজগার) করতাম ৪০০ থেকে ৫০০ টাকা, এখন হচ্ছে ২০০ টাকা। এই কামাই দিয়ে ছাওয়াপাওয়া (ছেলেমেয়ে) নিয়ে কেমন করি বাইচমো (বাঁচব)! এদিকে গরম কাপড়ের যে দাম, ছাওয়াপাওয়াক কেমন করি কাপড় কিনি দেব এই চিন্তায় বাচিনে।’ 

রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার বৃদ্ধ জহুরুল মিয়া (৭০) বলেন, ‘জারে (ঠান্ডায়) খুব কাবু হইছি। হামাক (আমাকে) এলাও (এখনো) কোনো চেয়ারম্যান-মেম্বাররা কম্বল দেয় নাই। তাই সরকারের কাছত (কাছে) দাবি, হামাক যেন কম্বল দেয়।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ