হোম > সারা দেশ > রংপুর

হিলি সীমান্তে রেলসেতু সংস্কারে বিএসএফের বাধা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

হাকিমপুর হিলি সীমান্তে রেলসেতু সংস্কারকাজে বাধা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে রেলসেতু সংস্কারকাজে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, বাধা দেওয়ার কথা নয়। তারপরও কেন তারা এমন করছে, আলোচনা করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ধরন্দা গ্রামের কয়েক গজ পশ্চিমে সীমান্তবর্তী রেলসেতু সংস্কারকাজ শুরু হয়। সেখানে ইট-বালু দিয়ে কাজ করা হলে গতকাল শনিবার বিকেলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করতে বলেন। এ সময় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যায়।

হিলি রেলওয়ের টাইমকিপার আরাফাত রহমান বলেন, হিলি সীমান্তের ধরন্দা গ্রামসংলগ্ন রেলওয়ে সেতুর নিচের অংশে পাথর সরে দেবে যায়। এ কারণে ট্রেন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করায় সাত দিন আগে রেলওয়ে বিভাগ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

এরপর থেকে শ্রমিকেরা এর সংস্কারকাজ শুরু করে এলেও ওই দিন বিকেলে কোনো কারণ ছাড়াই হিলির বিএসএফ ক্যাম্পের সদস্যরা এতে বাধা দেন। ফলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় হিলি ২০ বিজিবি ক্যাম্পে জানানো হলে তারা গতকাল (শনিবার) সন্ধ্যায় বিএসএফের সঙ্গে আলোচনা করেন। এরপর বিজিবির পক্ষ থেকে কাজ শুরু করার কথা বলে। কিন্তু কাজ করতে গেলে বিএসএফ বাধা দেয়। এ কারণে শ্রমিকেরা সেখানে কাজ করতে চাচ্ছেন না। আবারও ২০ বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।

গত ৩০ জানুয়ারি বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মিটিংয়ে বিষয়টির ব্যাপারে বিএসএফকে জানানো হয় এবং তারা আপত্তি করবে না বলে জানায়। বর্তমানে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের আলোচনায় বসার কথা রয়েছে।

হিলি রেলওয়ে স্টেশনমাস্টার জয়ন্ত কুমার দাস বলেন, ‘শুনেছি বিএসএফ সেতুর সংস্কারকাজ করতে দিচ্ছে না। ফলে এ রেলপথ দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, নীলফামারী ও পঞ্চগড়গামী ট্রেন সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। কাজটি দ্রুত করা দরকার।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ