হোম > সারা দেশ > রংপুর

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১২ জন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাগলাপীর বাজার থেকে পালসার মোটরসাইকেল যোগে মহাসড়ক দিয়ে তারাগঞ্জের হাড়িয়ারকুঠির দিকে যাচ্ছিলেন দুই ভাই হেলাল (৩৮) ও আলামিন (৩৫)। বিকেল ৫টার দিকে মহাসড়কের রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শিমু-শাহেদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দিলে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা আরোহী হেলাল (৩৮) ও একজন বাসযাত্রী মারা যান। নিহত বাসযাত্রী পুরুষ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এতে আহত হন মোটরসাইকেল আরোহী আলামিনসহ বাসের ১২ জন যাত্রী।

খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড