হোম > সারা দেশ > রংপুর

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১২ জন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাগলাপীর বাজার থেকে পালসার মোটরসাইকেল যোগে মহাসড়ক দিয়ে তারাগঞ্জের হাড়িয়ারকুঠির দিকে যাচ্ছিলেন দুই ভাই হেলাল (৩৮) ও আলামিন (৩৫)। বিকেল ৫টার দিকে মহাসড়কের রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শিমু-শাহেদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দিলে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা আরোহী হেলাল (৩৮) ও একজন বাসযাত্রী মারা যান। নিহত বাসযাত্রী পুরুষ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এতে আহত হন মোটরসাইকেল আরোহী আলামিনসহ বাসের ১২ জন যাত্রী।

খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন