হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও সীমান্তে গুলিতে নিহত তরুণের লাশ ২ দিন পর ফেরত দিল বিএসএফ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও সীমান্তে গুলিতে নিহত রাজুর (১৯) লাশ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রানীশংকৈল উপজেলার জগদল বিওপি সীমান্তে দুই দেশের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে ওই লাশ ফেরত দেয় বিএসএফ।

লাশ গ্রহণের সময় উপস্থিত বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই দেশের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে রাজুর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। পরে আমরা তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছি।’

নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের মো. হবির ছেলে।

বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক গোরস্তানে রাজুর লাশ দাফন করা হয়েছে।

গত শুক্রবার ভোরে রাজুসহ কয়েকজন মিলে উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। তাতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ ঘটনায় সেদিন বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় বিজিবি।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ