হোম > সারা দেশ > দিনাজপুর

নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য ষড়যন্ত্র চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য বড় ধরনের জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্য কোনো প্রক্রিয়ায় হবে না। এই বাংলাদেশে আর কখনো ওয়ান-ইলেভেন আসবে না। কখনো আর ‘মার্শাল ল’ জারি হবে না। 

আজ শনিবার বিকেলে দিনাজপুরের বিরলে ঢেরাপাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বেনিয়ারা এখন বাংলাদেশের দিকে নজর দিয়েছে। তারা ষড়যন্ত্র করছে, কীভাবে বাংলাদেশের অগ্রযাত্রা টেনে ধরা যায়, কীভাবে শেখ হাসিনার আকাশচুম্বী নেতৃত্বের যোগ্যতা টেনে ধরা যায়। আর এসব ষড়যন্ত্রের মূল জোগানদার হচ্ছে বিএনপি ও স্বাধীনতাবিরোধী চক্র। 

ঢেরাপাটিয়া বালিকা উচ্চবালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ