হোম > সারা দেশ > রংপুর

সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিকে দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার দিলেন স্বাস্থ্যকর্মী

প্রতিনিধি, রংপুর 

রংপুরের গঙ্গাচড়ায় রাকিবুল হাসান নামে এক ব্যক্তিকে এক মাসের ব্যবধানে আলাদা কোম্পানির কোভিড টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রাকিবুল হাসান গ্রামীণ ব্যাংকের গঙ্গাচড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রাকিবুল হাসান জানান, গত ১২ জুলাই গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে তিনি প্রথম ডোজে সিনোফার্মের টিকা নেন। প্রথম ডোজ নেওয়ার এক মাস তিন দিন পর আজ সোমবার সকালে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ওই কেন্দ্রে যান। সেখানে তাঁকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেন স্বাস্থ্যকর্মী।
 
রাকিবুল আরও জানান, টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের কাছে জানতে চাইলে তাঁরা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা জানান। তাঁরা তাঁকে বলেন, কোনো সমস্যা হবে না। 

এ বিষয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ওই ব্যক্তির নিজের ভুলেই এ ঘটনা ঘটেছে। 

সিভিল সার্জন বলেন, টিকা নিতে আসা ওই ব্যক্তির সঙ্গে কোনো কাগজপত্র ছিল না। এর আগে কোন কোম্পানির টিকা নিয়েছিলেন, তাও বলতে পারেননি। তাঁর নিজের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে এতে তাঁর কোনো সমস্যা হবে না।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড