হোম > সারা দেশ > রংপুর

সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিকে দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার দিলেন স্বাস্থ্যকর্মী

প্রতিনিধি, রংপুর 

রংপুরের গঙ্গাচড়ায় রাকিবুল হাসান নামে এক ব্যক্তিকে এক মাসের ব্যবধানে আলাদা কোম্পানির কোভিড টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রাকিবুল হাসান গ্রামীণ ব্যাংকের গঙ্গাচড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রাকিবুল হাসান জানান, গত ১২ জুলাই গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে তিনি প্রথম ডোজে সিনোফার্মের টিকা নেন। প্রথম ডোজ নেওয়ার এক মাস তিন দিন পর আজ সোমবার সকালে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ওই কেন্দ্রে যান। সেখানে তাঁকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেন স্বাস্থ্যকর্মী।
 
রাকিবুল আরও জানান, টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের কাছে জানতে চাইলে তাঁরা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা জানান। তাঁরা তাঁকে বলেন, কোনো সমস্যা হবে না। 

এ বিষয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ওই ব্যক্তির নিজের ভুলেই এ ঘটনা ঘটেছে। 

সিভিল সার্জন বলেন, টিকা নিতে আসা ওই ব্যক্তির সঙ্গে কোনো কাগজপত্র ছিল না। এর আগে কোন কোম্পানির টিকা নিয়েছিলেন, তাও বলতে পারেননি। তাঁর নিজের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে এতে তাঁর কোনো সমস্যা হবে না।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত