হোম > সারা দেশ > রংপুর

সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিকে দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার দিলেন স্বাস্থ্যকর্মী

প্রতিনিধি, রংপুর 

রংপুরের গঙ্গাচড়ায় রাকিবুল হাসান নামে এক ব্যক্তিকে এক মাসের ব্যবধানে আলাদা কোম্পানির কোভিড টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রাকিবুল হাসান গ্রামীণ ব্যাংকের গঙ্গাচড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রাকিবুল হাসান জানান, গত ১২ জুলাই গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে তিনি প্রথম ডোজে সিনোফার্মের টিকা নেন। প্রথম ডোজ নেওয়ার এক মাস তিন দিন পর আজ সোমবার সকালে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ওই কেন্দ্রে যান। সেখানে তাঁকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেন স্বাস্থ্যকর্মী।
 
রাকিবুল আরও জানান, টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের কাছে জানতে চাইলে তাঁরা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা জানান। তাঁরা তাঁকে বলেন, কোনো সমস্যা হবে না। 

এ বিষয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ওই ব্যক্তির নিজের ভুলেই এ ঘটনা ঘটেছে। 

সিভিল সার্জন বলেন, টিকা নিতে আসা ওই ব্যক্তির সঙ্গে কোনো কাগজপত্র ছিল না। এর আগে কোন কোম্পানির টিকা নিয়েছিলেন, তাও বলতে পারেননি। তাঁর নিজের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে এতে তাঁর কোনো সমস্যা হবে না।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন