হোম > সারা দেশ > দিনাজপুর

গাছের ডাল কাটায় ভ্যানচালককে ৭ দিনের জেল দিলেন ম্যাজিস্ট্রেট 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

সরকারি গাছের ডাল কাটায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক ভ্যানচালককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার খানসামা থেকে টংগুয়া সড়কের তেল পাম্প এলাকা থেকে ওই ভ্যানচালককে আটক করা হয়। 

এ সময় জব্দকৃত করলা স্থানীয় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। 

দণ্ডপ্রাপ্ত ভ্যানচালক রফিকুল ইসলাম (৩৫) উপজেলার ৪ নম্বর খামারপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ইয়াকুব হাজী পাড়ার ইনসান আলীর ছেলে। 

উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের আজকের পত্রিকাকে জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে মেহগনি ও আকাশমণি গাছের ডাল কাটছেন কতিপয় লোক। এটি বন্ধ করতে বন বিভাগ সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এই নির্দেশনা অমান্য করেছিল অনেকে। নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে উপজেলার খানসামা থেকে টংগুয়া সড়কের তেল পাম্প এলাকা থেকে ওই ভ্যান চালককে আটক করা হয়। 

খানসামা উপজেলা থেকে প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে করলা, বেগুন ও শসাসহ বিভিন্ন প্রকার সবজি ট্রাক ও পিকআপ যোগে আড়তে পাঠানো হয়। এই শাক-সবজি ক্যারেটে ভরে পাঠানোর সময় বিভিন্ন গাছের পাতা ব্যবহার করেন ব্যবসায়ীরা। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তীব্র তাপদাহে গাছ পরিবেশ রক্ষা করে। বন বিভাগের গাছের ক্ষতি করা বা ডাল-পালা কাটা সরকারি সম্পদ নষ্ট করার শামিল। এ কারণে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া করা হয়েছে। গাছ ও ডাল কর্তন রোধে সবার সচেতনতা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড