হোম > সারা দেশ > কুড়িগ্রাম

‘দাদার স্বপ্নপূরণে’ পালকিতে নাতির বিয়ে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চার বেহারার পাল‌কি, গায়ে কালো শেরওয়া‌নি, মাথায় পাগ‌ড়ি পরে কয়েক শ মানুষ নিয়ে নববধূ‌কে নি‌তে যা‌চ্ছেন বর। গ্রামবাংলায় প্রায় বিরল এই দৃশ্য গতকাল শনিবার দেখা গেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায়।

বর রমনা মডেল ইউনিয়‌নের সরকারপাড়া গ্রা‌মের খ‌লিলুর রহমান সরকা‌রের ছে‌লে জাকা‌রিয়া সরকার। বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে স্নাত‌কোত্তর শেষ করে তি‌নি বাবার ব‌্যবসা দেখাশোনা কর‌ছেন।

আর ক‌নে ফাতেমাতুজ জোহরা পিয়া একই গ্রা‌মের আবু জেয়াদ আজাদ বিপ্লবের মে‌য়ে। পিয়ার বাবাও হার্ডওয়া‌রের ব‌্যবসা ক‌রেন। দুই সন্তা‌নের ম‌ধ্যে পিয়া বড়। তি‌নি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। 

গতকাল শ‌নিবার বি‌কে‌লে পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌য়ে হয়।

জাকা‌রিয়া সরকার আজকের পত্রিকাকে বলেন, ক‌য়েক বছর আগে দাদা ওসমান আলী সরকার মারা যান। দাদার স্বপ্ন ছিল একমাত্র না‌তির বি‌য়ে হ‌বে পাল‌কি‌তে। তাছাড়‌া কা‌লের বিবর্ত‌নে গ্রামবাংলার ঐতিহ‌্য পাল‌কি বিলুপ্ত হ‌য়ে গে‌ছে। দাদার স্বপ্নপূরণ এবং হারা‌নো ঐতিহ‌্য ফি‌রি‌য়ে আন‌তে মূলত এই আয়োজন।

জাকারিয়ার গায়ে হলুদ থেকে শুরু করে বি‌য়ের প্রত্যেকটি আনুষ্ঠা‌নিকতাই ছিল জাঁকজমকপূর্ণ। গায়ে হলুদ উপলক্ষে পুরুষ‌দের জন‌্য ১৫০টি পাঞ্জাবি, নারী‌দের‌ ২০০ শাড়ি উপহার দেন তি‌নি।

ক‌নের বাবা আবু জেয়াদ আজাদ বিপ্লব ব‌লেন, ‘আমরা একই গ্রা‌মের। বি‌য়েতে পাল‌কি থাক‌বে এটা দুই প‌রিবা‌রের সম্ম‌তি ছিল। পা‌ল‌কি গ্রামবাংলার এক‌টি হারা‌নো ঐতিহ‌্য। এ প্রজন্ম পাল‌কির নাম শুন‌লেও চো‌খে দে‌খে‌নি। হারা‌নো ঐতিহ‌্য ধ‌রে রাখ‌তেই আমা‌দের এই আয়োজন।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড