হোম > সারা দেশ > রংপুর

রসিক নির্বাচনে আ. লীগ বিদ্রোহী প্রার্থীর ১৭ দফা প্রতিশ্রুতি

রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীর পর এবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন। আজ বুধবার দুপুরে নগরীর নিউ ক্রস রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ১৭ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন।

ইশতেহারে দুর্নীতিমুক্ত ও নাগরিক মর্যাদাসম্পন্ন সিটি করপোরেশন বিনির্মাণে আধুনিক, পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব মহানগরী গড়ার অঙ্গীকার করেন। আধুনিক কৃষিভিত্তিক পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। 

হাতি প্রতীক নিয়ে ভোটযুদ্ধে থাকা এই স্বতন্ত্র মেয়র প্রার্থী বলেন, ‘আমি রংপুরের সন্তান হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাসযোগ্য অত্যাধুনিক নগরী গড়ে তুলতে চাই। নগরবাসীর বেকার সমস্যা সমাধানে আধুনিক কৃষিভিত্তিক শিল্পনগরী গঠন ও পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে ইশতেহারের আলোকে নগরীতে বিকল্প রাস্তা, ফ্লাইওভার ও ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নির্মাণ করে যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করব। ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে বেকার যুবক-যুবতীদের অনলাইন প্ল্যাটফর্মে আয়ের ব্যবস্থা করব।’ 

সংবাদ সম্মেলনে লতিফুর রহমান আরও বলেন, ‘নির্বাচিত হলে নগরীর শ্যামাসুন্দরী খাল, চিকলী বিল, নাচনিয়ার বিল, কুকরুল কেডি ক্যানেলসহ বর্ধিত ওয়ার্ড বেষ্টিত ঘাঘট নদকে ঘিরে পরিকল্পনা গ্রহণ এবং হাটবাজারগুলো আধুনিকায়ন করা হবে। সিনিয়র সিটিজেনদের জন্য অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি, পাইপলাইনের মাধ্যমে আবাসিক গ্যাস-সংযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম আসিফুল ইসলাম, দিলীপ ঘোষ, মুহিদ ইবনে ফেরদৌস শান্ত, খোকন সরকার প্রমুখ।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড