গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জি জানান, সকালে নাসিরাবাদ এলাকায় এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, রাতে কিংবা ভোরে যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তসহ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।