হোম > সারা দেশ > গাইবান্ধা

চিরনিদ্রায় শায়িত সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানা

গাইবান্ধা প্রতিনিধি

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম নাজিয়া সুলতানা। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেন্নবী মিন্টুর তৃতীয় কন্যা। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে শায়িত
করা হয়। এস. এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত রোববার থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

নিহতের চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ বলেন, মরহুমার প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা পৌর শহরের ভিএইড রোডের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাতেই গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়। 

৩০তম বিসিএস কর্মকর্তা এস. এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১৭ সালে পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ