হোম > সারা দেশ > গাইবান্ধা

চিরনিদ্রায় শায়িত সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানা

গাইবান্ধা প্রতিনিধি

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম নাজিয়া সুলতানা। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেন্নবী মিন্টুর তৃতীয় কন্যা। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে শায়িত
করা হয়। এস. এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত রোববার থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

নিহতের চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ বলেন, মরহুমার প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা পৌর শহরের ভিএইড রোডের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাতেই গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়। 

৩০তম বিসিএস কর্মকর্তা এস. এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১৭ সালে পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা