হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. জাফর।

বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো. ফিরোজ। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম। প্রথম পর্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, সাবেক প্যানেল মেয়র আলতাফ হোসেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহরিয়ার শহিদ মাহবুব হিরু। 

সভায় বক্তারা বলেন, রুটি-রুজির প্রশ্নে সকল সদস্যকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হকার শ্রমিকদের সুখে-দুঃখে যারা পাশে দাঁড়াবে তারাই প্রকৃত নেতা। আপনারা ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সংগঠনকে গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে প্রতিবেদন দুইটির অনুমোদন প্রদান করা হয় এবং পুরোনো কমিটি ভেঙে দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটির সদস্যরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক কামরুল হুদা হেলাল, সহকারী নির্বাচন কমিশনার বজলুল হক, আলতাফ হোসেন, এমদাদুল হক মিলন, শাহরিয়ার শহিদ মাহবুব হিরু। তারা আগামী ৩ মাসের মধ্যে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করবেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়নের উপদেষ্টা কাশী কুমার দাস ঝন্টু। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত