হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে ১৭টি ভারতীয় গরু উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি। আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।

এর আগে গত ২৬ অক্টোবর একই ইউনিয়নের কেরিয়াতী গ্রাম থেকে আরও ৮টি গরু উদ্ধার করে। তবে দুটি অভিযানে ১৭টি গরু উদ্ধার হলেও গরুর মালিক পায়নি উপজেলা টাস্কফোর্স কমিটি।

উপজেলার পাড়িয়া পাড়িয়া ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুল হক ও কোটপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার সামশুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর (বুধবার) ও আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও বিজিবির সদস্যরা দুটো গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৭টি গরু উদ্ধার করেছি। অভিযানের সময় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলে কেউই গরুর মালিক দাবি করতে আসেনি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার আজকের পত্রিকাকে বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় গরুগুলোর জব্দ তালিকা করে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা প্রদান করা হবে। সেখানে কমিটি রয়েছে, তারা বিধি মোতাবেক গরুগুলোকে নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করবেন। 

জনস্বার্থে উপজেলা টাস্কফোর্স কমিটি এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার