হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে ১৭টি ভারতীয় গরু উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি। আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।

এর আগে গত ২৬ অক্টোবর একই ইউনিয়নের কেরিয়াতী গ্রাম থেকে আরও ৮টি গরু উদ্ধার করে। তবে দুটি অভিযানে ১৭টি গরু উদ্ধার হলেও গরুর মালিক পায়নি উপজেলা টাস্কফোর্স কমিটি।

উপজেলার পাড়িয়া পাড়িয়া ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুল হক ও কোটপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার সামশুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর (বুধবার) ও আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও বিজিবির সদস্যরা দুটো গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৭টি গরু উদ্ধার করেছি। অভিযানের সময় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলে কেউই গরুর মালিক দাবি করতে আসেনি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার আজকের পত্রিকাকে বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় গরুগুলোর জব্দ তালিকা করে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা প্রদান করা হবে। সেখানে কমিটি রয়েছে, তারা বিধি মোতাবেক গরুগুলোকে নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করবেন। 

জনস্বার্থে উপজেলা টাস্কফোর্স কমিটি এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ