হোম > সারা দেশ > দিনাজপুর

পরিবারের সঙ্গে ঈদ করতে এসে ট্রাকচাপায় প্রবাসী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

নিহত মঞ্জু আলম। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ওই পরিবারের। নিহত মঞ্জু আলম ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্বর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক অভি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মতিয়ার রহমান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মঞ্জু আলম ২০ বছর ধরে জাপানে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জাপান থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন তিনি। বাড়ির নির্মাণকাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেলযোগে অভি নামের এক প্রতিবেশী যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলায় যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মহেশপুর গোলচত্বর এলাকায় মোড় ঘোরার সময় একই দিক থেকে আসা একটি ট্যাংকলরি (তেলবাহী ট্যাংক) তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক অভি (২২) ও আরোহী মঞ্জু আলম ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলচালক অভি সড়কের বাঁ পাশে পড়ে আহত হন। অন্যদিকে ডান পাশে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রবাসী মঞ্জু আলম ঘটনাস্থলেই নিহত হন। ট্যাংকলরিটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

এদিকে ওই প্রবাসফেরত যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক লরিটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার