হোম > সারা দেশ > রংপুর

ক্রেতা কম, শঠিবাড়ী হাটে কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

ষাঁড়, গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় খামারি। গতকাল রোববার রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের মিঠাপুকুরে কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও কৃষকেরা। ক্রেতা কম হওয়ায় জমছে না বেচাকেনা। গতকাল রোববার উপজেলার শঠিবাড়ী হাটে গরু-ছাগল বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

রংপুর জেলার বড় পশুর হাট শঠিবাড়ী। এই হাটে বিভিন্ন জায়গা থেকে গরু-ছাগল বেচার জন্য নিয়ে যান খামারি ও কৃষকেরা। গতকাল শঠিবাড়ী পশুর হাটে শত শত গরু-ছাগল আসে। কিন্তু বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা কম ছিল বলে জানান বিক্রেতারা।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আব্দুস সামাদ তাঁর পালন করা একটি শাহিওয়াল জাতের ষাঁড় নিয়ে এসেছিলেন। তিনি এটির দাম চেয়েছিলেন সাড়ে চার লাখ টাকা। কিন্তু ক্রেতারা ২ লাখ ৯০ হাজার টাকা দাম করেছেন। রহিম মিয়া নামের একজন কৃষক জানান, তিনি একটি ষাঁড় ৮৫ হাজার টাকায় বিক্রি করেছেন। তিনি জানান, ষাঁড়টি তিনি ১ লাখ টাকার বেশি দামে বিক্রির আশা করেছিলেন। গত বছরের তুলনায় এবার বেচাকেনা কম বলে জানান খামারিরা। মোবারক আলী নামের একজন খামারি জানান, বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম। অনেকে হাটে গিয়ে দরদাম করছেন, কিন্তু কিনছেন না। ক্রেতা আবু সাঈদ জানান, তাঁরা কয়েকজন মিলে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘হাটে গিয়ে গরু-ছাগল দেখছি, কিন্তু এখনো কেনা হয়নি।’ বেসরকারি কলেজের শিক্ষক মিজানুর রহমান জানান, এ বছর গরু-ছাগলের দাম নাগালের মধ্যে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার জানান, এ বছর গরু-ছাগলের দাম কম হবে। তাঁর মতে, বিগত সরকারের একাধিক মন্ত্রী, এমপি, মেয়র, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে আছেন। জনপ্রতিনিধি ছাড়াও কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের হোমরাচোমরা নেতা-কর্মীরা গা ঢাকা দিয়ে আছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে পুলিশ ও সিভিল প্রশাসনেরও অনেকে পলাতক আছেন। তাঁদের পক্ষে কোরবানি দেওয়া না হলে গরু-ছাগল বিক্রি কম হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খামারি জানান, কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হলে ক্ষতি হতে পারে। এসব গরু দ্রুত অসুস্থ হয়ে পড়ে। ফিডসহ অন্যান্য খাদ্যের দাম বেশি। দাম কমে বেচলে লোকসান গুনতে হবে। এ কারণে দুশ্চিন্তায় আছেন তাঁরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন বলেন, এ উপজেলায় ৩০ হাজার ৬১১টি গরু, ৫২ হাজার ৮১৪টি ছাগল ও ৩ হাজার ২১৬টি ভেড়া কোরবানির বাজারে প্রস্তুত রয়েছে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড