হোম > সারা দেশ > দিনাজপুর

হিলিতে লোহার খনির সম্ভবতা যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ের খনন শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে লোহার খনির সম্ভবতা যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ের খনন (ড্রিলিং) কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলায় আলীহাট ইউনিয়নে খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শিবলী সাদিক। 

এ সময় উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানসহ প্রকল্পের অন্য কর্মকর্তারা। 

সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘হাকিমপুরে লোহা খনির দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু হয়েছে। খনি থেকে লৌহ আকরিক উৎপাদন শুরু হলে এলাকার আমূল পরিবর্তন আসবে, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে, এলাকার জমির দামও বাড়বে।’ 

তিনি আশা করেন, দ্রুত সময়ের মধ্যে এলাকায় খনি বাস্তবায়ন হবে, এতে আমূল পরিবর্তন ঘটবে এলাকার। 

বড় পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘বর্তমান বিশ্বে তেল-গ্যাস ও লোহার পর্যাপ্ত চাহিদা রয়েছে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার বিনিময়ে লোহ আকরিক আমদানি করতে হয় ইন্ডাস্ট্রির কাজের জন্য। আবার অনেক সময় জাহাজ কেটেও লোহার জোগান মেটানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘পূর্বের সার্ভে রিপোর্ট অনুযায়ী খনিতে যে পরিমাণ লৌহ আকরিক রয়েছে, তা উত্তোলন করা গেলে আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে লোহার চাহিদা মিটবে, পাশাপাশি সরকার রপ্তানিও করতে পারবে লৌহ আকরিক।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড