হোম > সারা দেশ > রংপুর

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে প্রাণ গেল স্টেশন মাস্টারের

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল সোবহান আকন্দ (৭০)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।

আব্দুস সোবহান অবসর গ্রহণের পর তিনি চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেলস্টেশনে কর্মরত ছিলেন। বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

মহিমাগঞ্জ রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সোহাগ খান বলেন, ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তাঁর গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এ সময় বুড়িমারীগামী আন্তনগর করতোয়া এক্সপ্রেসের চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান।

তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন চলে গেলে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান।

বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইউসুফ আলী বলেন, মুমূর্ষু অবস্থায় ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ