দিনাজপুরের বিরলে নোনা নদী থেকে ভবেশ চন্দ্র রায় (৪৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ।
ভবেশ চন্দ্র বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের খোলতৈড় গ্রামের মৃত সাবানু চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার বিকেলে ভবেশ চন্দ্র নোনা নদীতে মাছ ধরতে যান। পরে সেখানে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর থেকে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
আজ বিকেল ৫টার দিকে নোনা নদীতে ভাসমান অবস্থায় ভবেশ চন্দ্রের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।