হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের ৪ দিন পর তিস্তা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের চার দিন পর তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্বজনেরা বদিয়াজ্জামান বদিয়ালের (৫৮) মরদেহ হিসাবে শনাক্ত করেন। নিহত বদিয়ালের মরদেহ উদ্ধারের পর সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে সাঁতরে তিস্তা নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের শহিদুল, গোলজার ও বদিয়াজ্জামানসহ চারজন গত বুধবার দুপুরে গরুর খাদ্য (ঘাস) সংগ্রহের জন্য পূর্ব দিক থেকে তিস্তা নদী সাঁতরে পশ্চিম দিকের গোড়াই পিয়ার চরে যান। এরপর ঘাস সংগ্রহ শেষে বিকেলে চারজন মিলে পুনরায় নদী সাঁতরে পূর্ব দিকে আসার পথে মাঝ নদীতে তিস্তার প্রবল স্রোতের মধ্যে পড়ে তিনজন তীরে পৌঁছাতে পারলেও বদিয়াজ্জামান নিখোঁজ হয়ে যান। 

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন। নিখোঁজের চার দিন পর শনিবার ভোর রাতে দুর্ঘটনাস্থলের কিছু দুরে জুয়ানসাতরা এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পরিবারের পক্ষ থেকে বদিয়ালকে শনাক্ত করা হয়। 

থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ