হোম > সারা দেশ > দিনাজপুর

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষিদের সড়ক অবরোধ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জে আলুচাষিদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি ও হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা। আজ রোববার শহরের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা। পরে কৃষকেরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আলু ফেলে দিয়ে অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে তাঁরা উপজেলার কোল্ড স্টোরেজগুলোতে তালা ঝুলিয়ে দিলে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।

আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াত নেতা জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনসারুল ইসলাম, সুন্দর রায়, কৃষক রেজাউল ইসলাম, আলু ব্যবসায়ী কছিম উদ্দিন, ব্যবসায়ী ইরফান আলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মানিক হোসেন প্রমুখ।

বীরগঞ্জে আলুচাষিদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

আলুচাষি কছিম উদ্দিন বলেন, গত কয়েক বছর থেকে তাঁরা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। হিমাগার মালিকপক্ষ আলুর বস্তা সংরক্ষণে একচেটিয়া মুনাফা করেছেন।

সভাপতি আব্দুল মালেক বলেন, ‘আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে হয়। কোল্ড স্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাইনি। তাই আজ রাস্তায় নেমেছি।’

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ