হোম > সারা দেশ > রংপুর

নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু

নাগেশ্বরী সংবাদদাতা

এআই দিয়ে বানানো প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলো স্থানীয় আমিনুল ইসলামের ছেলে আবির হোসেন (৯) এবং আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (১০)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাইবোন। দুজনই বালাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে মাদ্রাসা থেকে পাঠ নেওয়ার এক ফাঁকে আবির, তাবাসসুম এক সহপাঠী মাহাবুব রহমানকে সঙ্গে নিয়ে নদীর তীরে যায়। সেখানকার পানিতে বসানো একটি জাল থেকে মাছ তুলতে গিয়ে দুজন নদীতে পড়ে যায়। এ সময় মাহাবুব তীরে ছিল।

দুই শিশুকে অনেকক্ষণ ধরে না দেখে মাহাবুব স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় লোকজন প্রথমে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পর আবিরের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। জানা যায়, তিনটি শিশু নদীর ধারে যায়, তাদের মধ্যে দুজন ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাগেশ্বরী স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। তাদের তথ্যমতে, নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুটি ডুবে যায়।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার