হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় রেনু আক্তার (২৮) নামের এক গৃহবধূর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার চিলাহাটি কারেঙ্গাতলী এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। পরিবারের দাবি স্বামী গোলাম মোস্তফা বুলুই রেনুকে হত্যা করে পালিয়েছে। এই ঘটনার পর গোলাম মোস্তফা বুলুও পলাতক রয়েছেন।

এ নিয়ে রেনুর ছোট বোন খাদিজা আক্তার মনি বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে চিলাহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার বোন ও দুলাভাই বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। সেখানে রান্না করার কোনো ব্যবস্থা না থাকায় দুলাভাইকে ফোন দিয়ে বলি, রাতের খাবার নিয়ে আমি যাচ্ছি আপনাদের ওখানে। দুলাভাই আমাকে বলে, তোমাকে আসতে হতে না। আমিই যাচ্ছি। আমাকে তিনি তাদের নতুন বাড়িতে যেতে দেননি। হয়তো তিনি আমার বোনকে মেরে ফেলেছেন। কিংবা মেরে ফেলবেন। তাই আমাকে সেখানে যেতে দেন নাই।’

রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, ‘প্রায় ৯ থেকে ১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসি হিসাবে চাকরি করত। বুলুই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছেন। তাঁকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না।’ 

এ নিয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবি করছেন স্বামী বুলুই তাঁর মেয়েকে হত্যা করেছে। তার বুলুকেও আমরা খুঁজে পাওয়া যায়নি। হত্যা মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা