হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে মৃত্যুশঙ্কায় মাংস ব্যবসায়ী, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

উপর্যুপরি ছুরির কোপে ক্ষতবিক্ষত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে মৃত্যুর প্রহর গুনছেন চিলমারীর এক মাংস ব্যবসায়ী। টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও রেজাউল করিম নামে ওই মাংস ব্যবসায়ী এখনো মৃত্যুঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। 

রেজাউল করিমের স্ত্রী রাজভানু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগের থেকে কিছুটা উন্নতি হলেও ডাক্তারের ভাষ্যমতে তিনি এখনো শঙ্কা মুক্ত নন।’ 
 
পূর্ব শত্রুতার জেরে তাঁর স্বামীকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি চিলমারী মডেল থানায় রেজাউল করিমের স্ত্রী রাজভানু বেগম বাদী হয়ে মামলা করেন। 

মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মামলার ৪ নম্বর আসামি নিরাশা ব্যাপারী কৌশলে ব্রহ্মপুত্র নদের ধারে মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে ডেকে নিয়ে যায়। এ সময় ওত পেতে থাকা মামলার আসামি মেরাজুল হক (৪৮), গোলাপী বেগম (৩৭), সিরাজুল হক (৩৬) সহ আরও ৩ / ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে রেজাউলকে উপর্যুপরি আঘাত করেন। 

এ সময় ওই মাংস ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে চিলমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঘটনার সময় ওই মাংস ব্যবসায়ীর কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এ ব্যাপারে থানাহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লব বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলেও রেজাউলকে মারধরের সঠিক কারণটি আমি জানি না। তবে ঘটনাটি প্রেমঘটিত বলে আমি লোকমুখে শুনেছি।’ 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ