হোম > সারা দেশ > দিনাজপুর

টাকার অভাবে মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আর্থিক অনটনে প্রতিবন্ধী দিনমজুরের মেয়ে শারমিন আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। পাবনা মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় হতাশায় ভুগছেন ওই শিক্ষার্থী।

জানা গেছে, শারমিন আক্তার ২০২১-২২ সালে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩২৮১তম স্থান লাভ করেন। এর আগে তিনি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৩ সালে ৫ম শ্রেণিতে জিপিএ-৫, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হতে ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং দিনাজপুর সরকারি কলেজহতে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ পান।

শিক্ষার্থী শারমিন আক্তার জানান, তাঁর বাবা শহিদুল ইসলাম প্রতিবন্ধী দিনমজুর, মা গৃহিণী, ভাই রাজমিস্ত্রি কাজ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। বড় ভাই-বোনেরা বিয়ের পর আলাদা সংসার নিয়ে আছেন।

প্রতিবন্ধী বাবা শহিদুল ইসলাম মেয়ের ভর্তি ও পড়ালেখায় আর্থিক সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। 
দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ছোট থেকে সে মেধাবী ও ভদ্র। কষ্টে মানুষ হওয়ায় সে জীবনের মূল্য বুঝবে। ডাক্তার হলে সে গরিবের জন্য কাজ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ