হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

‘অনিয়মের কারণে’ ১৭ মাস আটকে ছিল ক্লাবের সাইকেল হস্তান্তর

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

গত বছরের জুন-জুলাই মাসে বরাদ্দ পাওয়া সাইকেল হস্তান্তর না করে অফিসে রেখে নষ্ট করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন আগে বরাদ্দ পাওয়া সাইকেল কেন হস্তান্তর করা হয়নি, সে বিষয়ে সঠিক কোনো উত্তর দিতে পারেননি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক। 

তবে আগের ইউএনও বদলি হওয়ার কারণে বাইসাইকেলগুলো হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। 

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটারদের জন্য গত বছরের জুন-জুলাই মাসে সাইকেল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিগত ১৭ মাসেও সাইকেল হস্তান্তর করা হয়নি। দীর্ঘদিন ধরে সাইকেল হস্তান্তর না করে অফিসে ফেলে রাখায় নষ্ট হতে শুরু করেছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি গত ২৩ নভেম্বর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় স্থানীয় সাংবাদিক রমজান আলী কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অনিয়ম তুলে ধরে বক্তব্য দেন। 

পরবর্তী সময়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দ্রুত সাইকেলগুলো হস্তান্তরের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত রোববার রাতে ইউএনওর হস্তক্ষেপে জেন্ডার প্রমোটার সোহেল রানা ও নাসিমা আক্তারের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। 

সাইকেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোহেল রানা ও নাসিমা আক্তার বলেন, ইউএনওর হস্তক্ষেপে গত রোববার রাতে বরাদ্দকৃত দুটি সাইকেল হস্তান্তর করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে সাইকেলগুলো পড়ে থাকায় নষ্ট হতে শুরু করেছে। সেগুলো মেরামত করেই ব্যবহার করতে হবে। 

এ বিষয়ে ইউএনও বিপুল কুমার বলেন, ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রকল্প বাংলাদেশের জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলে প্রত্যাশা করছি।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ