হোম > সারা দেশ > রংপুর

বেশি দামে তেল বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বেশি দামে বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার ও রনচণ্ডি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ওই চার প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। 

জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার ও রনচণ্ডি বাজারে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিংয়ের সময়ে পণ্যসামগ্রীর মূল্য তালিকা ছাড়াই বেশি দামে এবং বিক্রির রসিদ ছাড়া পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন অঙ্কে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘বাজার মনিটরিংয়ের সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাঁদের সচেতন করা হয়েছে। আমাদের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’ 

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার